মেয়াদ বাড়ল দুবাইয়ের ডেপুটি কনসাল জেনারেলের
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ডেপুটি কনসাল জেনারেল হিসেবে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সায়েদুল ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, মো. সায়েদুল ইসলামকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় গত বছরের ১১ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য মিনিস্টার পদমর্যাদায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ডেপুটি কনসাল জেনারেল পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
বিজ্ঞাপন
নিয়োগের চুক্তির শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।
এসএইচআর/আইএসএইচ