রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে মালদ্বীপের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আবুল কালাম আজাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে নৌবাহিনীর ফ্লিট কমান্ডারের দায়িত্বে ছিলেন। 

২০২০ সালের মার্চে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে নিয়োগ দেয় সরকার। প্রায় দুই বছরের কম সময় দায়িত্ব পালন শেষে সম্প্রতি তা‌কে দেশে প্রত্যাবর্তন করা হয়। বর্তমা‌নে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (লেবার) মো. সোহেল পারভেজ ভারপ্রাপ্ত হাইক‌মিশনার হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন।

এনআই/এসএম