প্লাস্টিকের কনটেইনার ভর্তি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় প্লাস্টিক কনটেইনার ভর্তি ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, মাদকের চালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত দুটার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ গোলাপবাগ মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে ২২ কেজি গাঁজাসহ এনামুল হক (২৮) ও ইন্দ্রজিৎ দাস (৩০) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় ২২ কেজি গাঁজা ছাড়াও ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ পাঁচ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/আইএসএইচ