ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দিদারকে হত্যা
কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলছাত্র দিদারকে (১৬) হত্যার ঘটনায় মো. আলী ওরফে বাবু বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি জানায়, ইভটিজিংয়ে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
সোমবার রাতে ফেনী সদর থানাধীন ডাক্তার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
বিজ্ঞাপন
গ্রেপ্তার আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, আলীর ছোট ভাই মোটরসাইকেল মেকানিক্স মামুনুর রশিদ ওরফে আশিক (১৮) স্কুলছাত্রীদের রাস্তাঘাটে ইভটিজিং করত। তবে এতে বাধা দেয় খোরশেদপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভকেশনালে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ভিকটিম দিদারুল ইসলাম (১৬)। এর ফলে আশিক ও দিদারের শত্রুতা তৈরি হয়। সেই শত্রুতার সূত্র ধরে ভাই আশিকের পক্ষ নিয়ে দিদারকে ডেকে নিয়ে হত্যা করে আলী।
মুক্তা ধর বলেন, ২৬ জানুয়ারি বুধবার রাতে ভিকটিম দিদারকে নিজের মালিকানাধীন বাবু ফার্নিচার দোকানে ডেকে এনে অত্যন্ত নির্মমভাবে হত্যার ঘটনাটি ঘটানো হয়। এই ঘটনায় নিহতের বাবা মো. আবুল হোসেন (৬৫) মো. আলী ওরফে বাবু বিশ্বাসের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। এই মামলায় বাবু বিশ্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এআর/আইএসএইচ