রাজধানীর কলাবাগান থানার স্কয়ার হাসপাতাল সংলগ্ন ক্যাফে আল বারাকা হোটেলের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার কিশোর দগ্ধ হয়েছেন। তারা হোটেলের কর্মচারী বলে জানা গেছে। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- সারওয়ার (১৬), তামিম (১৭), ফারহান (১৫) ও ফয়সাল (১৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, কলাবাগান থেকে দগ্ধ ৪ কিশোরকে নিয়ে আসা হয়েছে। তাদের সবার জরুরি বিভাগে চিকিৎসা চলছে। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি।

দগ্ধদের সহকর্মী মো. বাবুল হোসেন ঢাকা পোস্টকে জানান, আমরা ক্যাফে আল বারাকা হোটেলে চাকরি করি। সকালে রান্না ঘরে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। এতে সারওয়ার, তামিম, ফারহান, ফয়সাল দগ্ধ হয়। পরে তাদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

এসএএ/জেডএস