দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ২০৫ জনে।

একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৯২ জন। প্রায় ১০ মাস পর দেশে করোনায় একদিনে সর্বনিম্ন শনাক্ত এটি। গত বছরের ১৭ এপ্রিল দেশে করোনায় ২৬৬ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরপর দেশে একদিনে শনাক্ত ৩০০-এর নিচে নামেনি। ২৯৬ দিন পর একদিনে করোনা শনাক্ত ৩০০-এর নিচে নামল। এদিকে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৮ হাজার ৬২ জনে।

রোববার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৫৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৩ হাজার ৩৭২ জন।

গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪০৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৪৯ হাজার ১২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ১৮ হাজার ১৪৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে আট লাখ ৩০ হাজার ৮৬৩টি।

মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী চার জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ২১৭ জন, বাকি এক হাজার ৯৮৮ জন নারী।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬০ বছরের বেশি ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের দুই, ৪১ থেকে ৫০, ৩১ থেকে ৪০ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন করে রয়েছেন।

এফআর