রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন মো. মেহেদী হাসান অপু, মো. জাহাঙ্গীর হোসেন ও সাব্বির ওরফে নাদিম ওরফে বেজী নাদিম।

পল্টন থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া বলেন, কতিপয় মাদক কারবারি পল্টন মোড়ের এ আর মল্লিক টাওয়ারের সামনে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার (২০ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে মেহেদী ও জাহাঙ্গীরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার মেহেদীর দেওয়া তথ্যমতে রোববার সকালে শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান গেইটের সামনে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ নাদিমকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে।

জেইউ/এইচকে