পাহাড়তলীতে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
চট্টগ্রামের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় ১৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দিপু দাশ (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২০ ডিসেম্বর) বিকেলে পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ১৬ ফেব্রুয়ারি রাতে ১৪ বছরের শিশুটি খাওয়া শেষ করে একা নিজের বাসায় ঘুমিয়ে পড়ে। দিপু দাশ কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ভিকটিমকে ঘুমন্ত অবস্থায় পেয়ে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
তিনি বলেন, এই ঘটনায় ভিকটিমের মা ১৭ ফেব্রুয়ারি পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে ভিকটিমের মেডিকেল পরীক্ষা এবং ডিএনএ প্রোফাইলিংয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরে আজ (রোববার) বিকেলে পাহাড়তলী থানার এসআই শাহেদ আলীর নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করেছে।
কেএম/এইচকে