ইতালি থেকে বৈদেশিক ডাকে আসা একটি চালান থেকে দুটি এইটএমএম পিস্তল ও ৬০টি কার্তুজ উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। 

রোববার (২০ ফেব্রুয়ারি) কাস্টমস কর্মকর্তারা গৃহস্থালি পণ্যের নামে আসা একটি কার্টন খুলে অস্ত্র দুটি জব্দ করেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। 

তিনি বলেন, ইতালি থেকে একটি পার্সেল এসেছে। পার্সেল আসা কার্টনে গৃহস্থালি পণ্য, ক্রোকারিজ মালামাল থাকার ঘোষণা ছিল। পার্সেল খুলে ফ্রাইপেন, ব্লেন্ডার ও রান্নার কাজে ব্যবহৃত ছুরির সঙ্গে চারটি পিস্তল পাওয়া যায়। এরমধ্যে দুটি হচ্ছে আসল পিস্তল। আর দুটি খেলনা পিস্তল। যা দেখতে একই রকম। 

কাস্টমস কমিশনার আরও বলেন, চালানটি চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনির এফ সেভেন এ এইট ঠিকানার কামরুল হাসান নামের এক ব্যক্তির নামে পাঠানো হয়েছে। আমরা আজই এ ঘটনায় বন্দর থানায় মামলা করব। বাকিটা পুলিশ তদন্ত করে বের করবে। 

কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি খুলে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইতালি থেকে রাজীব বড়ুয়া নামের এক ব্যক্তি চালানটি পাঠিয়েছেন।

কেএম/জেডএস