ঢাকা জেলার আশুলিয়া এলাকায় চাঞ্চল্যকর শহিদুল ইসলাম (৩২) হত্যা মামলার রহস্য উন্মোচন করতে পেরেছে বলে দাবি করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ওই হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারী মো. আলমগীর (২৯) সহ সাত জনকে টাঙ্গাইল, শেরপুর ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এসএসএইচ