রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় ‘রাজলক্ষ্মী জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। এসময় কমপক্ষে ৫০০ ভরি স্বর্ণ (১ ভরিতে ১১.৬৬ গ্রাম) খোয়া গেছে বলে দাবি দোকান মালিকের। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ধানমন্ডি ২৭ (পুরানো) নম্বর রোডের রাপা প্লাজার দ্বিতীয় তলার স্বর্ণের দোকানে এঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া রোববার (৭ ফেব্রুয়ারি) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, চোররা রাতে মার্কেটের গ্রিল কেটে দোকানের পেছন দিকের তালা ভেঙে ফেলে। পরে দোকানে ঢুকে স্বর্ণালংকার চুরি করে। পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করছে। দোষীদের আটক করা হবে।

তিনি আরও বলেন, ঠিক কতটুকু স্বর্ণ খোয়া গেছে বিষয়টি এখনো নিশ্চিত নয়। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকার ঢাকা পোস্টের কাছে দাবি করেন, প্রতিদিনের মতো শনিবার কর্মচারীরা দোকান বন্ধ করে বাসায় চলে যায়। সকালে মার্কেট থেকে ফোন দিয়ে জানানো হয় তার দোকানে চুরি হয়েছে। দোকানে প্রায় ৫০০-৭০০ ভরি স্বর্ণ ছিল।

তিনি আরও বলেন, মার্কেটের নিরাপত্তা ত্রুটির কারণেই চুরি হয়েছে। সিসি ক্যামেরাগুলো টিস্যু ও স্কচটেপ দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে বলে শুনেছি। 

এআর/ওএফ