নির্বাচনে সহিংসতার অভিযোগে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় এলজি ও একটি বন্দুক জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, মো. সামশুদ্দিন ওরফে নিশান (২০) ও জয়নাল আবেদীন (৪৭)।
সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ রোববার রাতে নোয়াখালী থেকে সামশুদ্দিন নিশানকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খাগরিয়া থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়।
সোমবার ভোরে খাগরিয়া আমিরখীল এলাকা থেকে জয়নাল আবেদিনকে আটক করা হয়েছে। পরে খাগরিয়া দারোগার বাড়িতে তল্লাশি চালিয়ে ধানের গোলার নিচে লুকানো একটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফুটেজ ও ছবি দেখে তাদের শনাক্ত করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেফতার দুজন খাগরিয়ায় নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনী সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিরা চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে কাজ করেছিলেন। সাতকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় ২৩টি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অস্ত্রধারীদের গুলি করতে দেখা গেছে। বিভিন্ন মাধ্যমের ছবি ও ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।
কেএম/আরএইচ