চট্টগ্রামে বোধনের বসন্ত বন্দনা
ফাগুন হাওয়ায় করেছি যে দান, দিগন্তে ঐ ফুলের আগুন লাগলো বসন্তে সৌরভে সেথা জাগলো... এমনি নানা গান, নাচ, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্র সংগীতসহ নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
নগরীর পাহাড়তলী আমবাগান রেলওয়ে যাদুঘর সংলগ্ন শেখ রাসেল পার্কে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বসন্ত উৎসবের আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
বিজ্ঞাপন
‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ শিরোনামে বোধনের বসন্ত উৎসব শুরু হয় সকাল ৮টায়। বংশীবাদনের মধ্য দিয়ে প্রাণের এ অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম।
এরপর বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ারের একক আবৃত্তি পরিবেশন করেন। এ আবহে রবীন্দ্র সংগীতশিল্পী কেশব জিপসী একক গানে বসন্তের চিরচেনা রূপ ধরা দেয় সংগীতভবন, সুরপঞ্চম, ধ্রুপদ সংগীত নিকেতনের দলীয় সংগীত পরিবেশনায়। বসন্তের হাওয়ায় দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ একাডেমি, মাধুরি ডান্স একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ, এ.বি. নৃত্যাঙ্গনেরর শিল্পীরা। এরপর নানান ভাব বন্ধনের গাঢ়তায় একক গানে অংশ নেন শিল্পী কাবেরি সেনগুপ্ত, কান্তা দে, অ্যাডভোকেট শুভাগত চৌধুরী, হাসান জাহাঙ্গীর, শ্যামলী পাল, মাহবুবুর রহমান সাগর, প্রিয়া ভৌমিক, সুব্রত ধর, ইমন শীল।
কথামালার অতিথি ছিলেন চট্টগ্রাম ভারতীয় হাই কমিশনারের শুভেচ্ছা দূত জি.এস. যোশী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপক ডা. এ. কিউ. এম সিরাজুল ইসলাম, লায়ন বাসুদেব সিংহ, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, সৈয়দ জাভেদ হোসেন, সাংবাদিক আলমগীর সবুজ, সাংবাদিক প্রণব বল, সাজ্জাদ কাশেম রেজা ও বোধনের সহ-সভাপতি অধ্যাপিকা সুবর্ণা চৌধুরী। বসন্ত ও ভালোবাসার কবিতা নিয়ে উৎসব অঙ্গণ মাতিয়ে রাখেন আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্র, মাহফুজুর রহমান, দিলরুবা খানম, সেলিম রেজা সাগর।
পুরো আয়োজনে কখনো সমবেত সংগীত, কখনো একক গানের পাশাপাশি পুরো অনুষ্ঠান প্রাণময় হয়ে ওঠে বোধনের সদস্যদের রঙ খেলায় । এতে বাড়তি রসদ যুগিয়ে দেয় দীপক দাশের নেতৃত্বে ঢোলবাদকেরা।
সবশেষ বসন্তবরণ শোভাযাত্রার মধ্যদিয়ে সমাপ্তি ঘটে বোধনের ১৭তম বসন্ত উৎসবের। পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, সঞ্জয় পাল, মৃন্ময় বিশ্বাস, অনুপম শীল, বিপ্লব কুমার শীল, সাজ্জাদ হোসেন, শুভাগত বড়ুয়া, ঈশা দে, অর্পিতা চৌধুরী, শ্রাবণী বণিক, দীপিকা চৌধুরী, পুষ্পিতা বিশ্বাস, কান্তা বন্দ্য, সুচয়ন সেনগুপ্ত, উর্মি দেবি।
কেএম/এসএম