সদস্য ও সদস্যদের পরিবারকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাল ঢাকায় কর্মরত রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে সদস্যদের শুভেচ্ছা জানান হয়।

বসন্তবরণ উপলক্ষে ডিআরইউর বাগানকে সাজানো হয়েছে ফুল ও বেলুন দিয়ে। এছাড়াও রাখা হয়েছে ছবি তোলার জন্য আলাদা তিনটি বোর্ড। একটিতে ভালোবাসার প্রতীক ‘লাভ’ আকা রয়েছে। আর অন্য দুটিতে ‘ভালোবাসায় ফাগুন’। ফলে ডিআরইউ চত্ত্বরে এসেই সেলফি স্ট্যান্ডে নিজেদের ছবি তোলায় মেতে উঠেছেন সদস্যরা। খোশগল্প ও ভালোবাসার বাক্য বিনিময়ে মেতে উঠছেন তারা।

দুপুরে ডিআরইউ প্রাঙ্গণে দেখা গেছে, সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ফুল দিয়ে সদস্যদের শুভেচ্ছা জানান। এসময় সদস্যরাও তাকে শুভেচ্ছা জানান। ডিআরইউর বাগানে প্রবেশ করে অনেক সদস্য সেলফি স্ট্যান্ডে ছবি তুলেন। গ্রুপ ছবি তুলে দিনটিকে স্মরণীয় করে রাখেন সদস্যরা। সদস্যরা চায়ের কাপে ঝড় তুলছেন দিবসটির নানা দিক নিয়েও। স্মরণ করছেন স্বৈরাচার প্রতিরোধ দিবসের নানা ঘটনাও।

ডিআরইউ সদস্যদের অনেকেই পরিবার নিয়ে এসেছেন ডিআরইউ প্রাঙ্গণে। সঙ্গে আছে ছোট্ট শিশুরাও। শিশুদের আনন্দ দেওয়ার জন্য রাখা হয়েছে বিভিন্ন প্রতিযোগিতাও।

স্ত্রী ও মেয়েকে নিয়ে আসা ডিআরইউর সদস্য এম সাইফুল শুভ ঢাকা পোস্টকে বলেন, ডিআরইউর আয়োজন আমার কাছে ভালো লাগে, তাই পরিবারের সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করতে এসেছি।

এমদাদুল হক তুহিন ঢাকা পোস্টকে বলেন, দিনটি স্পেশাল। এদিনের বাউল গান, নাচসহ বিভিন্ন অনুষ্ঠান হবে। আশার করছি ভালো কাটবে।

এদিকে, বিকাল ৩ টায় ডিআরইউ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল উৎসবের আয়োজন করা হয়েছে।

এমআই/আইএসএইচ