যে কারণে সংবাদ সম্মেলনে ছিলেন না ইসি মাহবুব-শাহাদাত
বিদায়ী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কমিশনার মাহবুব তালুকদার ও কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। আজ বিদায় নিচ্ছেন কে এম নূরুল হুদাসহ বাকি চারজন নির্বাচন কমিশনার।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশনের লেকভিউ চত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, আজ আমাদের বিদায়ের দিন, তাই এই বিদায়ের দিনে আপনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করতে এবং কুশল বিনিময়ের জন্য এ সংবাদ সম্মেলন।
তিনি বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইসি সচিবের কাছে কল করে বলেছেন তিনি ব্যক্তিগত কারণে আজ উপস্থিত থাকতে পারবেন না। আর অপর একজন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন করোনায় আক্রান্ত। যদিও কোনো লক্ষণ তার শরীরে নেই। তবুও রিপোর্টে পজিটিভ থাকায় তিনি নেই।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক আমলা কে এম নূরুল হুদাকে সিইসি করে নির্বাচন কমিশন অনুমোদন করেন। কমিশনে মাহবুব তালকুদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পাঁচ বছর দায়িত্বে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, সব সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করেন।
এসআর/এসএম