সড়কে নিরাপদে চলাফেরা ও আইন মেনে গাড়ি চালানোয় ভালোবাসা দিবসে পথচারী ও গাড়ি চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের ডেমরা জোন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসের সকাল থেকে এ ভিন্ন ধর্মী আয়োজন করেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো. ইমরান হোসেন মোল্লা।

সরেজমিনে দেখা যায়, ভালোবাসা দিবসের সকাল থেকে ট্রাফিক-ডেমরা জোনের ইগলবক্স, মাতুয়াইল ও ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। এসব এলাকায় যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চলায় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনের চালক, হেলপার, প্রতিনিধি ও পথচারীদের ফুলেল শুভেচ্ছা ও শুভ কামনা জানানো হয় ট্রাফিক ডেমরা জোনের পক্ষ থেকে।

সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো. ইমরান হোসেন মোল্লার নেতৃত্বে গোলাপ ফুল দিয়ে চালক, যাত্রী ও পথচারীদের শুভেচ্ছা জানান হয়। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর (পরিদর্শক) জিএম মুসা কালিমুল্লা, মৃদুল কুমার পালসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা জানানোর সময় এসি মো. ইমরান হোসেন মোল্লা সবাইকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো ও চলাচল করার জন্য আহ্বান জানান।

এমএসি/এসএসএইচ