আলিফকে ধাক্কা দিয়েই ভেঙে পড়ে ‘দুর্বল’ পরিস্থান
রাজধানীর খিলক্ষেতে বিআরটিএ অফিসের সামনের সড়কে হঠাৎ এক বিকট শব্দ শুনতে পেয়ে দৌড়ে আসেন পথচারীরা। এসে দেখেন বসিলা থেকে আব্দুল্লাহপুরগামী পরিস্থান পরিবহনের সামনের অংশ ভেঙে পড়ছে। গাড়িটি থেকে জীবন বাঁচানোর জন্য যাত্রীরা লাফিয়ে নামছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে জোয়ার সাহারা বিআরটিএ অফিসের সামনে আলিফ পরিবহনের একটি বাসকে পেছন দিক থেকে ধাক্কা দেয় পরিস্থান পরিবহনের বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কাটি খুব জোরে ছিল না, সামান্য লেগেছিল। সামনের বাসটিকে ধাক্কা দিয়ে বিকট শব্দে দুমড়ে-মুচড়ে যায় পরিস্থান পরিবহনের বাসটি।
বিজ্ঞাপন
এমন দৃশ্য দেখে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাফিয়ে নামতে শুরু করেন। সকাল ১০টার দিকে পুলিশকে খবর দেয় উপস্থিতরা। পরে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক বদরুল রশিদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল থেকে বাসটির হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
উপ-পরিদর্শক বদরুল রশিদ ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি পরিস্থান পরিবহনের বাসটির সামনের অংশ একেবারে ভেঙে গেছে। স্থানীয় লোকজন ও বাসের যাত্রীরা জানিয়েছেন, আলিফ পরিবহনের একটি বাসকে পিছন থেকে ধাক্কা দেয় পরিস্থান বাসটি। তবে ধাক্কার গতি বেশি ছিল না। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি দুর্বল ফিটনেসের কারণেই এভাবে ভেঙে পড়ে বাসটি।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বাসটিকে রেকারে করে আমরা থানায় নিয়ে এসেছি। বাসটির হেলপার আহত হয়েছেন বলে আমরা স্থানীয় জানতে পেরেছি। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
এমএসি/আরএইচ