চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তার নাম বিভূতিভূষণ ভৌমিক (৬০)।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভূতিভূষণ ভৌমিক নামে এক বন্দিকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারে সূত্রে জানা যায়, বিভূতিভূষণ ভৌমিকের বাবার নাম হরিভূষণ ভৌমিক। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তার হাজতি নম্বর-২১৪৩৮/২১।

জানা গেছে, শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পরেন বিভূতিভূষণ ভৌমিকে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রথমে তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে ৭টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেলে তাকে নেওয়া হয়।

চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিভূতিভূষণ নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে পাঠিয়েছিলাম। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কেএম/এমএইচএস