পুরান ঢাকার মাহুতটুলীর পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পরবর্তীতে ৪ দফায় যুক্ত করা হয় আরও ৮টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের কারণ ও সূত্রপাতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধারে (যদি থাকে) ও আগুন সম্পূর্ণ নির্বাপণে কাজ করছেন।

মাহুতটুলীর আগুনের ঘটনাস্থলের পাশেই একটি সনি র‌্যাংগসের শোরুম রয়েছে। বিপরীতে রয়েছে একটি টিনশেড পার্কিং। আগুন লাগার ঘটনায় স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগীতা করছেন। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এআর/এমএইচএস