৮ মাস পর মায়ের কোলে ফিরল শিশুটি
রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে অপহৃত চার বছরের শিশুকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাইল হোসেন জীবন ওরফে আকাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে ডিবির সম্মেলন কক্ষে এ বিষয়ে বিস্তারিত জানান ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, রাশিদা খাতুন তার মাকে নিয়ে রাজধানীর দক্ষিণখানে থাকেন। তিনি উত্তরায় বিভিন্ন বাসা বাড়িতে গৃহ-পরিচারিকার কাজ করেন। ছয় বছর আগে রাশিদার সঙ্গে মো. মাজহারুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের এক পুত্রসন্তান জন্ম নেয় সন্তান জন্ম নেওয়ার তিন মাস পর স্বামী যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পুত্রের নাম ইমরান, বর্তমান বয়স চার বছর।
দক্ষিণখানে রাশিদার পার্শ্ববর্তী বাসার ভাড়াটিয়া ইসমাইল তাকে বিভিন্ন সময় উত্যক্ত করতেন। এক পর্যায়ে ইসমাইল রাশিদাকে অনৈতিক প্রস্তাব দেন। ছেলে ইমরানকে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময় চকলেট ও চিপস কিনে দিয়ে ঘনিষ্ঠ হতে চান। ২০২১ সালের ১৫ জুন ইমরান অপহরণের শিকার হয়।
ছেলের সন্ধান না পেয়ে মা রাশিদা পাগলপ্রায় হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ইসমাইলের মোবাইল নম্বর সংগ্রহ করেন। ইসমাইল রাশিদাকে জানান, ছেলেকে কাগজপত্র করে বিক্রি করে দিয়েছেন।
রাশিদা খাতুন তার ছেলেকে পাওয়ার জন্য বিভিন্ন সময় ইসমাইলের সাথে যোগাযোগ করলে তিনি অনৈতিক প্রস্তাব দিতেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। এ ঘটনার তদন্ত শুরু করে ডিবি তথ্য প্রযুক্তির সহায়তায় ইসমাইলের অবস্থান শনাক্ত করে।
১১ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা থেকে আটক করা হয় ইসমাইলকে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোণা জেলার পূর্বধলা থেকে দীর্ঘ আট মাস পর অপহৃত শিশু ইমরানকে উদ্ধার করা হয়। এ বিষয়ে দক্ষিণখান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ইসমাইল হোসেন জীবন ওরফে আকাশের বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুটিকে অপহরণ করে পাচার করে দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল কি না জানতে চাইলে ডিবি কর্মকর্তা বলেন, এখনও এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে জানা যাবে।
এআর/ আরএইচ