ডিএসসিসির কাঁচা বাজারের ক্ষতিগ্রস্তদের তালিকা করতে কমিটি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন খিলগাঁও কাঁচা বাজার উন্নয়ন প্রকল্প গ্রহণ করার কারণে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে পাঁচ সদস্যের কমিটি গঠন করে একটি দপ্তর আদেশ জারি করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান।
বিজ্ঞাপন
পাঁচ সদস্যের কমিটিতে ডিএসসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং অঞ্চল-২ এর কর কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির বাকি তিন সদস্য হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা, অঞ্চল-২ এর নির্বাহী প্রকৌশলী (পুর) এবং অঞ্চল-২ এর খিলগাঁও রেলওয়ে কাঁচা বাজার সংশ্লিষ্ট উপ-কর কর্মকর্তা।
কমিটির বিষয়ে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং জনস্বার্থে এ দপ্তর আদেশটি জারি করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে খিলগাঁও রেলওয়ে কাঁচা বাজারের ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন দাখিল করতে হবে।
এএসএস/এসএসএইচ