ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন খিলগাঁও কাঁচা বাজার উন্নয়ন প্রকল্প গ্রহণ করার কারণে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে পাঁচ সদস্যের কমিটি গঠন করে একটি দপ্তর আদেশ জারি করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান।

পাঁচ সদস্যের কমিটিতে ডিএসসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং অঞ্চল-২ এর কর কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির বাকি তিন সদস্য হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা, অঞ্চল-২ এর নির্বাহী প্রকৌশলী (পুর) এবং অঞ্চল-২ এর খিলগাঁও রেলওয়ে কাঁচা বাজার সংশ্লিষ্ট উপ-কর কর্মকর্তা।

কমিটির বিষয়ে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং জনস্বার্থে এ দপ্তর আদেশটি জারি করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে খিলগাঁও রেলওয়ে কাঁচা বাজারের ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন দাখিল করতে হবে।

এএসএস/এসএসএইচ