অভিযান-১০ লঞ্চে আগুন : দগ্ধ আরও একজনের মৃত্যু
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ বঙ্কিম মজুমদার (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি ঢাকা পোস্টকে জানান, ঝালকাঠি এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বঙ্কিম মজুমদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। তবে তিনি দগ্ধের কারণে মারা যাননি। তার কিডনি বিকল হয়েছিল। এ পর্যন্ত তিনি তিন বার ডায়ালাইসিস করেছেন।
গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদী অতিক্রমকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৪৮ জনের মরদেহ এসেছে বরগুনায়। এ ঘটনায় বরগুনা, ঝালকাঠি ও ঢাকায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় লঞ্চের মালিকসহ পাঁচজন কারাগারে রয়েছেন।
এসএএ/এসএসএইচ