এনপিআর প্রণয়নে অনেক প্রতারণা বন্ধ হবে
জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) প্রণয়ন করতে পারলে অনেক প্রতারণা বন্ধ হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) বিষয়ক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, অনেকে বলেন বাংলাদেশে কাজ করে বিদেশিরা বছরে ৫ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করছেন। তবে তার সঠিক পরিসংখ্যান নেই। বিদেশ থেকে কত লোক এদেশে এসে কাজ করছেন তার কোনো হিসাব নেই।
তিনি বলেন, আমরা এনপিআর প্রণয়ন করতে যাচ্ছি। এটা করতে পারলে সব হিসাব আমাদের কাছে থাকবে। বাংলাদেশে কি পরিমাণ বিদেশি শ্রমিক কাজ করছেন কত টাকা বিদেশে চলে যাচ্ছে, সব হিসাব থাকবে এনপিআরের কাছে। এনপিআর প্রণয়ন করতে পারলে বিশ্বের বুকে আমাদের নাগরিক মর্যাদা বাড়বে। দেশে প্রতারণা করে কেউ রেহায় পাবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এনপিআর দারুণ ভূমিকা রাখবে। অনেক প্রতারণা বন্ধ হবে।
ড. শামসুল আলম বলেন, আমরা দেখি ভূমি নিয়ে নানা ধরণের জটিলতা থাকে। এনপিআর হলে এই সমস্যাও থাকবে না। কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নাগরিকের সকল তথ্য থাকবে এনপিআরে। তবে আমার একটাই ইচ্ছা এনপিআর যেন সময় মতো সম্পূর্ণ হয়।
এসআর/আইএসএইচ