স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের যে সব শূন্য পদ রয়েছে, সে সব শূন্য পদে নিয়োগ দেওয়াসহ ৪ দফা দাবি জানিয়েছে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ ও কর্মসংস্থান বাস্তবায়ন পরিষদ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান পরিষদের প্রধান সমন্বয়ক মো. মেহেদী হাসান।

তদের অন্য ৩টি দাবি হলো- কমিউনিটি ক্লিনিকগুলোতে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টি করে নিয়োগ দেওয়া, দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দেওয়া এবং কোভিড-১৯ মোকাবিলায় আরও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টি করে অ্যাডহক নিয়োগ করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পরিষদের সাংগঠনিক সমন্বয়ক আদনান মাহাবুব, দপ্তর সমন্বয়ক হামিদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য পুষ্প রাণী, রুবেল হোসাইন, ইউনুস আহমেদ প্রমুখ।

এমএইচএন/আইএসএইচ