সম্প্রতি নিজ থেকে অব্যাহতি নেওয়া নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আবুল কাসেমের জায়গায় যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. নুরুজ্জামানকে পদায়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানান, এক পদত্যাগে দুইজনকে পদোন্নতি দিয়ে তিনজনকে বদলি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আলাদা প্রজ্ঞাপনে এই তিনজনকে বদলি করেছে ইসি। 

এদিকে, ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীকে বদলি করে এনআইডির পরিচালক (অপারেশন্স) করা হয়েছে। অন্যদিকে, বগুড়া জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহকে পদোন্নতি দিয়ে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

এর আগে, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা-১ শাখার যুগ্ম সচিব মো. আবুল কাসেম পরবর্তী কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন বলে যুগ্ম সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন বলে গুঞ্জন রটে। ঢাকা পোস্ট থেকে যুগ্ম সচিব মো. আবুল কাসেমের সাথে যোগাযোগ করা হলে পদত্যাগের বিষয়টি তিনি স্বীকার করেন। তিনি ঢাকা পোস্টকে জানান, নির্বাচন কমিশনের চাকরি থেকে অব্যাহতি দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এসআর/এইচকে