চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। গতি ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৩৩ শতাংশ। এদিন করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ৩ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করে ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪৫ জনই নগরীর বাসিন্দা।

বাকি ১০৭ জনের মধ্যে লোহাগাড়ার ৩, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ১১, আনোয়ারার ৫, চন্দনাইশের ৭, পটিয়ার ৯, বোয়ালখালীর ৭, রাউজানের ১, হাটহাজারীর ৩২, ফটিকছড়ির ৬, মিরসরাইয়ের ৭, সীতাকুণ্ডের ১১ ও সন্দ্বীপ উপজেলার ৩ জন রয়েছেন।

এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৩৯৭ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। করোনা আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছিল।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৫০০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

কেএম/এমএইচএস