স্থানীয় সরকারের চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সপ্তম ধাপের ভোটে আওয়ামী লীগকে বিশাল ব্যবধানে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ষষ্ঠ ধাপের ইউপি ভোটে স্বতন্ত্র প্রার্থীদের পেছনে ফেলেছিল আওয়ামী লীগ। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) দেশের ১৩৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মাঠপর্যায় থেকে আসা ফলাফল বিশ্লেষণ করে আজ মঙ্গলবার সন্ধ্যায় ১৩০টি ইউপির তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)। 

ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম জানান, সপ্তম ধাপে চেয়ারম্যান পদে ৮৬ জন স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত ৪০ জন, জাতীয় পার্টি-জেপি মনোনীত একজন  ও জাতীয় পার্টির তিন জন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। 

অন্যান্য ধাপে বিভিন্ন দলের জয়ী প্রার্থীর সংখ্যা 
ষষ্ঠ ধাপ
৩১ জানুয়ারি দেশের ২১৮ ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় ভোট হয় ২১৬ ইউপিতে। ফলাফল বিশ্লেষণ করে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানায়, এই ধাপে বাংলাদেশ আওয়ামী লীগের ১১৭টি, স্বতন্ত্র প্রার্থী ৯৫টি, জাতীয় পার্টি ৩টি ও জাতীয় পার্টি-জেপি ১টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে।

পঞ্চম ধাপ  
৫ জানুয়ারি দেশের ৭০৭টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। ৬৯২টি ইউপিতে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিজয়ীদের সংখ্যা জানায় ইসি। বিজয়ীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩৪৬ জন, আওয়ামী লীগের ৩৩১ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দু’জন, জাতীয় পার্টির দু’জন ও বাংলাদেশ জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছেন। 

চতুর্থ ধাপ  
২৬ ডিসেম্বর চতুর্ধ ধাপে দেশের ৮৩৬টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৭৯৬টি ইউপির ফলাফলের তথ্য জানায় ইসি। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীতদের মধ্যে জয় পান ৩৯৬ জন, আর স্বতন্ত্র প্রার্থী জয় পান ৩৯০ ইউপিতে। এছাড়া ইসলামী আন্দোলন দু’জন, জাকের পার্টি একজন, জাতীয় পার্টি-জাপা ছয় জন এবং বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত একজন জয় পেয়েছেন। 
 
তৃতীয় ধাপ
২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৫২৫টিতে, অপর দিকে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পান ৪৪৬টিতে। এছাড়া জাতীয় পার্টি ১৭টি, ১টি করে ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। 

দ্বিতীয় ধাপ
১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ৮৩৪টি ইউপির মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৪৮৬টিতে।  ৩৩০টিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থীরা ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন, এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির প্রার্থীরা ৪টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। আবার জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মসলিশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি করে ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে।

প্রথম ধাপ
গত ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের প্রথম অংশে অনুষ্ঠিত নির্বাচনে ২০৪টি ইউপির মধ্যে ১৪৮টি ইউপিতে আওয়ামী লীগ জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে ৪৯ জন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ জয় পেয়েছে ১ ইউপিতে, জাতীয় পার্টি-জেপি ও জাতীয় পার্টি-জাপা পেয়েছে ৩টি ইউপিতে।

উল্লেখ্য, এখন পর্যন্ত সাত ধাপের ইউপি ভোট সম্পন্ন হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি আট ইউপিতে ভোটগ্রহণ করবে ইসি।

এসআর/এনএফ