মতিঝিলে ৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৫
রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেফতাররা হলেন- মো. ইয়াছিন আরাফাত, মো. জাফর আলম, মো. ফারুক, সৈয়দ কামাল ও মো. রুবেল হোসেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস।
তিনি জানান, সোমবার দিবাগত রাতে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন আমরা তথ্য পাই যে, মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার নুর ফার্মেসির সামনে কক্সবাজার থেকে আসা কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এই তথ্যের ওপর ভিত্তি করে নুর ফার্মেসির সামনে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মাদক কারবারি ইয়াছিন, জাফর, ফারুক, কামাল ও রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন থেকে কক্সবাজার থেকে বিভিন্ন মাধ্যমে ইয়াবার ঢাকা শহরে নিয়ে আসেন। পরে তারা ঢাকা শহরের বিভিন্ন খুচরা মাদক কারবারিদের কাছে এই ইয়াবার চালান বিক্রি করেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
এমএসি/এইচকে