রাজধানীতে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার
রাজধানীর শ্যামপুর ও যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবা, ৩২ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, আব্দুল হান্নান ও মো. আবু বক্কর সিদ্দিক ও মো. রাজু সরদার।
বিজ্ঞাপন
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম জুরাইন রেলগেইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবাসহ হান্নান ও সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা সীমান্তবর্তী এলাকা কক্সবাজার-টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করত। তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মো. রাজু সরদার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও একটি পিকআপসহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় কতিপয় মাদক কারবারির গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে এমন খর পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করা হয়। আর তার হেফাজতে থাকা একটি পিকআপ থেকে উদ্ধার করা হয় ৩২ কেজি গাঁজা।
তিনি বলেন, গ্রেপ্তার রাজু দীর্ঘদিন থেকে ঢাকাসহ আশ-পাশ এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় করত। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জেইউ/আইএসএইচ