জাপানে বাংলাদেশিদের কোয়ারেন্টাইন ৭ দিন
বাংলাদেশ থেকে জাপানে ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে ৭ দিন করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, জাপানে বসবাসরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ থেকে জাপানে ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের মেয়াদ ১০ দিন থেকে কমিয়ে ৭ দিন নির্ধারণ করা হয়েছে। দেশটিতে প্রবেশের পর প্রথম তিন দিন সরকার নির্ধারিত স্থানে কোয়ারেন্টাইনের জন্য বাধ্যতামূলক অবস্থান করতে হবে।
তৃতীয় দিন শেষে পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে সাত দিন কোয়ারেন্টাইনের অবশিষ্ট সময়কালে নিজ বাসস্থানে অবস্থান করতে পারবেন।
এ সময় যাতায়াতের ক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত যানবাহন ব্যবহার করতে হবে।
টিকার সনদ থাকলেও এই সাত দিনের কোয়ারেন্টাইন শেষ করতে হবে বলেও বার্তায় উল্লেখ করে দূতাবাস।
এনআই/এমএইচএস