রংপুর বিভাগের সব জেলায় আজও শৈত্যপ্রবাহ রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে  সিরাজগঞ্জ বাদে সব জেলায় শৈত্যপ্রবাহ বইছে। এর বাইরে দেশের আর কোনো জেলায় শৈত্যপ্রবাহ নেই। এদিকে, রাজধানী ঢাকায় শৈত্যপ্রবাহ না থাকলেও তাপমাত্রা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, ‘গতকালের (রোববার) চেয়ে আজকের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আজকে তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজধানীতে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল রাজধানীতে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় গতকালের চেয়ে আজকে তাপমাত্রা কমেছে রাজধানীতে।’

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘রংপুর বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ আছে। এছাড়া রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা বাদে সব জেলাতে আছে। খুলনা বিভাগসহ অন্যান্য যেসব জেলায় শৈত্যপ্রবাহ ছিল সেসব জেলার শৈত্যপ্রবাহের পূর্বাভাস আজ উঠে যাবে।’ 

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারি মাসে অনেক জায়গায় শীতের অনুভূতি থাকবে। বিশেষ করে রংপুর এবং রাজশাহী বিভাগের পশ্চিম অংশের কোথাও কোথাও হালকা শীত থাকবে। তবে চলতি মাসের ১৫ থেকে ১৬ তারিখ থেকে তাপমাত্রাটা ধীরে ধীরে গরমের দিকে যেতে থাকবে। এছাড়া আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারির মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বৃষ্টির তাপমাত্রা খুব বেশি কমবে না।’

এসআর/এইচকে