দেশে প্রথমবারের মতো এক হাজার ভাসমান মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে রাজধানীর কমলাপুরে এ টিকা দেওয়া হয়।

ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক উপস্থিত থেকে এ টিকা প্রদান করেন। ভাসমান নাগরিকদের মধ্যে জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

শামসুল হক বলেন, গত ২০ জানুয়ারি দেশে কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ৩ লাখ ৩৭ হাজার ৩৫০ ডোজ জনসেনের ভ্যাকসিন আমরা পাই। আজকে আমরা কমলাপুরে ১ হাজার ভাসমান মানুষকে এই ভ্যাকসিন প্রয়োগ করছি।

তিনি আরও বলেন, ভাসমান মানুষের নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে শুধু স্বাক্ষর ও ঠিকানা নিয়েই ভ্যাকসিন দেওয়া হবে। রাজধানীর পর এ কর্মসূচি শুরু হবে সারা দেশে।

ডা. শামসুল বলেন, ভাসমান ব্যক্তিদের মাঝে যাদের বয়স ১৮ বছরের বেশি তাদের জনসনের সিঙ্গেল ডোজ দেওয়া হবে। একইসঙ্গে ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে। নিবন্ধন বা এনআইডি না থাকলে শুধু স্বাক্ষর ও ঠিকানা নিয়েই ভ্যাকসিন দেওয়া হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ভাসমান মানুষদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ কার্যক্রমে সহযোগিতা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ব্র্যাক। এ কার্যক্রমে আরও যুক্ত আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, সাজেদা ফাউন্ডেশন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রাজধানীতে ভাসমান মানুষের সংখ্যা প্রায় ২ লাখ ৮৫ হাজার। জেলে, কামার-কুমার, পাথর ভাঙা শ্রমিক ও চা বাগানের শ্রমিকসহ টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া জনগোষ্ঠীর তালিকাও করা হচ্ছে।

এমআই/এসকেডি