পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে দেশটিতে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সফরে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরবে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আগামী ৯ ফেব্রুয়ারি রাতে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বেন। সফর শেষে ১২ ফেব্রুয়ারি দেশে ফিরে আসবেন তিনি। 

আগামী মার্চের শুরুর দিকে আমিরাত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরের আগে ড. মোমেনের দ্বিপাক্ষিক এ সফরে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি দ্বিপাক্ষিক সফর। যেহেতু এর পরপরই প্রধানমন্ত্রীর সফর, তাই সেখানে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হবে। 
 
জ্যেষ্ঠ এ কর্মকর্তা বলেন, আমাদের সবখানেই তিনটি প্রধান ইস্যু। আমিরাতে আমাদের বেশ বড় বাংলাদেশ কমিউনিটি আছে। সুতরাং কমিউনিটি ওয়েলফেয়ার বড় একটি ইস্যু। যেখানেই আমাদের কমিউনিটি আছে, সেখান থেকে এক্সপ্লোর করে অন্যদিকে বর্ধিত করা যায় কি না, সেই চেষ্টা করছি। তাছাড়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হবে। আমরা তাদের কাছ থেকে বিনিয়োগ পেতে চাই। 

তিনি আরও বলেন, আমিরাত থেকে আমরা প্রচুর আমদানি করছি। আমাদের এক্সপোর্ট (রপ্তানি) কম। আমরা এক্সপোর্ট (রপ্তানি) বাড়াতে চাই। পররাষ্ট্রমন্ত্রীর সফরে বিষয়গুলো সম্পর্কে একটু আভাস দিয়ে রাখা হবে। এরপর তো প্রধানমন্ত্রীর সফর রয়েছে। তখন এগুলো আলোচনায় আসবে।

এনআই/আরএইচ