বেল্টের নিচে পড়েছিল জুসের প্যাকেট, ভেতরে ২২ সোনার বার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ বেল্টের পাশে থাকা একটি জুসের প্যাকেট থেকে দেড় কোটি টাকার সোনার বার আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে এসব সোনার বার আটক করা হয়।
বিজ্ঞাপন
ঢাকা কাস্টমসের প্রিভেনটিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম বলেন, রাতে বিমানবন্দরে আগমনী টার্মিনালের দুই ও তিন নম্বর লাগেজ বেল্টের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি জুসের প্যাকেট পাওয়া যায়। পরে ওই জুসের প্যাকেট স্ক্যান করলে ভেতরে সোনার বারের অস্তিত্ব মেলে।
পরে বিমানবন্দরের সব সংস্থার উপস্থিতিতে প্যাকেট খুলে ভেতর থেকে ১১৬ গ্রাম ওজনের মোট ২২ পিস সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন দুই কেজি ৫৫২ গ্রাম। বাজারমূল্য প্রায় এক কোটি ৫৪ লাখ টাকা।
কাস্টমস জানায়, জুসের প্যাকেটটি কে বা কারা রেখে গেছে তা শনাক্ত করা যায়নি। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেছে ঢাকা কাস্টমস।
এআর/এসএসএইচ