পীর হাবিবুর তার লেখনীতে নতুন চিন্তার খোরাক যোগাতেন : মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সাংবাদিক পীর হাবিবুর রহমান তার লেখনীর মাধ্যমে আমাদের মনোজগতে নতুন চিন্তার খোরাক যোগাতেন। তার লেখনীতে সমসাময়িক রাজনৈতিক বিষয়াবলী এবং নানাবিধ জটিল বিষয়ের প্রাঞ্জল বিশ্লেষণ আমরা প্রত্যক্ষ করেছি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মেয়র ব্যারিস্টার শেখ তাপস শোকবার্তায় বলেন, সাংবাদিক পীর হাবিব বড় অবেলায় চলে গেলেন। দেশ ও জাতিকে আরও অনেক কিছুই দেওয়ার ছিল তার।
ব্যারিস্টার শেখ তাপস মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র আতিকুল ইসলাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এক শোকবার্তায় বলেন, পীর হাবিবুর রহমানের মৃত্যুর মধ্যে দিয়ে একজন প্রকৃত কলম সৈনিকের মৃত্যু হলেও তিনি বেঁচে থাকবেন তার সৃষ্টিশীল কর্মের মধ্যে।
এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
এএসএস/ওএফ