গভীর রাতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ৩০০ ভরি স্বর্ণ লুট
রাজধানীর মিরপুর-১৪ ক্যান্টনমেন্ট কচুক্ষেত এলাকার দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা-৪টার মধ্যে রজনীগন্ধা টাওয়ারের দুটি স্বর্ণের দোকানের তালা কেটে প্রায় তিনশ ভরি স্বর্ণ লুটের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী দোকান মালিক।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী দোকান মালিক আবুল কালাম ভূঁইয়া বলেন, আমার দুটি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করেছিল দুষ্কৃতিকারীরা। দোকানের দুটি লকার ভেঙে প্রায় ৩০০ ভরি স্বর্ণ ও ডায়মন্ডের কিছু জিনিসপত্র চুরি করেছে। এছাড়া নগদ পাঁচ লাখ টাকাও লুট করা হয়েছে। দুই দোকান মিলিয়ে নগদ টাকাসহ প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনকারী ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন গাজী বলেন, শুক্রবার রাতে একই মালিকের দুটি দোকানে তালা কেটে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনায় জড়িত তাদের শনাক্তে কাজ চলছে।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান হোসেন ঢাকা পোস্টকে বলেন, চুরির ঘটনায় ইতোমধ্যে ঘটনাস্থলের সিটিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা গেছে, তিন জন সেখানে তালা কেটে প্রবেশ করছেন। চুরির ঘটনায় ওই মার্কেটের সিকিউরিটি গার্ড আলমকে সহায়তা করতেও দেখা যায়। গার্ড এখন পলাতক। ঘটনাটি গত রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঘটেছে। পুরো চুরির কাজ শেষ করে চোরচক্র নিরাপদে পালিয়ে যায় সকাল ৬টার দিকে। এসব চিত্র সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
জুয়েলারির দোকানে চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।
জেইউ/এসএসএইচ