কিশোরীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের হাটহাজারী থেকে এক কিশোরীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় সবুজ আচার্য্য (২৬) নামে যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
র্যাব কর্মকর্তারা জানান, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অপহরণকারীকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার ঢাকা পোস্টকে বলেন, গত ১ ফেব্রুয়ারি ওই কিশোরীকে অপহরণ করে সবুজ আচার্য্য। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারে নজরদারি বাড়ায় র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বারেক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের এ কর্মকর্তা বলেন, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে অসৎ উদ্দেশ্যে ওই কিশোরীকে অপহরণ করে আত্মগোপনে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/এসকেডি