চট্টগ্রামে আগুনে দুই বোন দগ্ধ
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুই বোন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাসের চুলার লিকেজ থেকে জমে থাকা গ্যাস থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বিকট আওয়াজের পর ওই ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে।
বিজ্ঞাপন
দগ্ধরা হলেন- সাবরিনা খালেদ (২৩) ও তার বোন সামিয়া খালেদ (১৮)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বাকলিয়ার রাহাত্তারপুলের আব্দুল্লাহ নামের একজনের পাঁচতলা ভবনের পঞ্চমতলার একটি ফ্ল্যাটে বিকট শব্দের পরে আগুন লাগে। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দগ্ধ দুই নারীকে উদ্ধার করে। ওই বাসায় দুই বোনই থাকতেন।
তিনি বলেন, পুরো বাসাটিতে থাই গ্লাস লাগানো। সম্ভবত গ্যাসের চুলায় লিকেজ ছিল। লিকেজের গ্যাস সারা রাত জমে ছিল। তারা হয়তো বিষয়টি খেয়াল করেননি। সকালে দরজা-জানালা না খুলে চুলা জ্বালানোর চেষ্টা করেছেন। তখন জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে গেছে। আগুনে ঘরে থাকা ফার্নিচার ও তোষক, লেপ পুড়ে গেছে। এছাড়া পাশের দুটি ফ্ল্যাটের দরজা ও জানালার কাচ ভেঙে গেছে।
শহিদুল ইসলাম বলেন, ওই বাসার দেওয়ালে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। তাই ধারনা করছি জমে থাকা গ্যাসের ফলেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে দগ্ধ দুই বোনের সঙ্গে কথা বলতে পারলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
চট্টগ্রামের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক ঢাকা পোস্টকে বলেন, দুই বোন ওই বাসায় থাকতেন। ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে বা গ্যাসের সিলিন্ডারের গ্যাস খোলা থাকার কারণে গ্যাস বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হয়েছেন। বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্না করা হতো।
কেএম/আইএসএইচ