সৌদিগামী যাত্রীর ব্যাগে মিলল ইয়াবা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী এক যাত্রীর কাছ থেকে ৮ হাজার ৭২৬ পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ভোরে প্লেনে ওঠার আগে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ওই যাত্রীর নাম আবদুস সোবহান।
বিজ্ঞাপন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনুমানিক ভোর ৫টায় হেভি লাগেজ গেট-৫ এ দায়িত্বরত এভসেক স্ক্যানার এএসআই আনিসুর রহমান সৌদি আরবগামী ওই যাত্রীর ব্যাগে ইয়াবা জাতীয় বস্তু শনাক্ত করেন। পরে তাকে এভসেক কন্ট্রোলে এনে তল্লাশি করে নীল রঙের হাত ব্যাগ থেকে সর্বমোট ৮ হাজার ৭২৬ পিস ইয়াবা পাওয়া যায়।
ওই যাত্রীর গালফ এয়ারের জিএফ-২৪৯ ফ্লাইটে বাহরাইনে ট্রানজিট নিয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল।
সোবহানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানান নির্বাহী পরিচালক।
এআর/জেডএস