রাজধানীর লালবাগ থানার আজিমপুর চায়না গলিতে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালাউদ্দিন (২৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালাউদ্দিনকে উদ্ধার করে নিয়ে আসা চাচাতো ভাই আলাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সকালে কাজ করতে আমরা লালবাগের আজিমপুর চায়না গলিতে আসি। পরে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সালাউদ্দিন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে মারা গেছে।

তিনি জানান, তাদের বাসা কামরাঙ্গীরচর থানার ৬ নম্বর গলিতে। সালাউদ্দিনের বাবার নাম মো. আবু।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।

এসএএ/এসএসএইচ