জনসনের টিকার প্রায় সাড়ে ৩ লাখ ডোজ উপহার যুক্তরাষ্ট্রের
করোনা মোকাবিলায় বাংলাদেশকে জনসন অ্যান্ড জনসনের টিকার আরও তিন লাখ ৪২ হাজার ৪০০টি ডোজ উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্রের উপহার দেওয়া জনসন অ্যান্ড জনসনের টিকার দ্বিতীয় চালান।
বুধবার যুক্তরাষ্ট্রের সরকারি সাহায্য সংস্থা ইউএসএইড তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জনসন অ্যান্ড জনসনের তিন লাখ ৪২ হাজার ৪০০ ডোজ টিকা দিয়েছে। টিকাগুলো আজই ঢাকায় পৌঁছাবে। এ নিয়ে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের টিকার পরিমাণ ৩৯ মিলিয়ন ছাড়িয়েছে।
বিজ্ঞাপন
আরও কয়েক লাখ টিকা বাংলাদেশে আসার পথে রয়েছে বলেও জানিয়েছে ইউএসএইড। গত ২০ জানুয়ারি বাংলাদেশকে প্রথম জনসন অ্যান্ড জনসনের টিকার তিন লাখ ৩৭ হাজার ৩৫০টি ডোজ উপহার দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র থেকে জনসন অ্যান্ড জনসনের টিকা পাওয়ার পর ওই সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এ টিকার মাত্র একটি ডোজ হওয়ায় দেশের ভাসমান জনগণকে এসব টিকা দেওয়া হবে।
করোনাভাইরাসের অতি-সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনে হাসপাতালে ভর্তি ঠেকাতে জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ ৮৫ শতাংশ কার্যকর বলে জানা গেছে। জনসনের বুস্টার ডোজ নেওয়ার পর এক থেকে দুই মাস পর্যন্ত সুরক্ষা পাওয়া যায় বলে দক্ষিণ আফ্রিকার এক গবেষণায় উঠে এসেছে।
পরিবহন ও প্রয়োগের সুবিধার কারণে জনসনের টিকা অনেকের পছন্দের। এছাড়া এ টিকার মাত্র একটি ডোজ প্রয়োগ করতে হয়; যা প্রত্যন্ত এলাকাতেও সহজেই পরিবহন ও প্রয়োগ করা যায়।
এনআই/আরএইচ