মিরপুরের মনিপুর এলাকার গ্রাহকের গ্যাস ও বিদ্যুৎ বিল বাবদ কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার হওয়া প্রতারকের নাম মো. মাসুদ মিয়া (৫১)। পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) একটি দল মঙ্গলবার রাতে ভাটারা থানার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মাসুদ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মিরপুরে ২০১৮ সালে সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আসামি ওমর ফারুক মনিপুর এলাকার ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স প্রতিষ্ঠান দিয়ে এলাকার আনুমানিক পাঁচ থেকে ৬০০ গ্রাহকের কাছ থেকে ২ কোটি ৩০ লাখ টাকার গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোন বিল গ্রহণ করে। ওই টাকা সংশ্লিষ্ট ইউনিটে জমা না দিয়ে বিভিন্ন সময় সহযোগীদের নিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় গত বছরের ২ ফেব্রুয়ারি মামলা হয়। মামলাটি মিরপুর মডেল থানা পুলিশ প্রথমে তদন্ত করে। পরে গত ১৫ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে পিবিআই ঢাকা মেট্রোতে (উত্তর) পাঠানো হয়।

পিবিআই পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান,  গ্রেপ্তার মূলহোতা ওমর ফারুক ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত হিসেবে মাসুদ মিয়ার নাম উঠে আসে। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রামপুরা হাজীপাড়ায় থাকতেন। মাসুদ মিয়া নরসিংদী রায়পুরার নয়াচরের মৃত আব্দুর রহিমের ছেলে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাসুদ মিয়া জানান, প্রতারণার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত ওমর ফারুকের সঙ্গে ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স অফিসে যাতায়াত করতেন তিনি (মাসুদ)। ওমর ফারুকের সব ধরনের অপরাধমূলক কাজে সহায়তা করেন তিনি। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মিরপুরে ২০১৮ সালে সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত থেকে তিনি মনিপুর, আহম্মদনগর এলাকায় গ্যাস লাইন কর্তনের কাজে নিয়োজিত ছিলেন এবং এলাকায় গ্রাহকদের বকেয়া বিলের তালিকা সংরক্ষণ করতেন।

জেইউ/আইএসএইচ