রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ডায়ালাইসিস সেবা আবারও শুরু হয়েছে। দুপুর আড়াইটা থেকে এ কার্যক্রম স্বাভাবিক হয়। 

বুধবার বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান। তিনি জানান, ডায়ালাইসিস সেবা বন্ধের এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই আবারও কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

এর আগে দুপুরে হঠাৎ করেই ডায়ালাইসিস সেবা বন্ধ করে দেয় দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর। ফলে বিপাকে পড়া রোগীরা হাসপাতালটির সামনের সড়ক অবরোধ করে। পরে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের আশ্বাসে রোগীরা সড়ক থেকে সরে আসেন।

এ প্রসঙ্গে ডা. মিজানুর রহমান বলেন, রোগী ও তাদের স্বজনরা রাস্তা অবরোধ করলে আমি গিয়ে তাদের বুঝিয়েছি যে আমরা শিগগিরই শুরু করছি। এরপর স্যানডোরের সাথে কথা বলেছি এবং তাদের জানিয়েছি যে, তারা এক-দুদিনের মধ্যেই বকেয়া টাকা পেয়ে যাবে, তারপর আবারও কার্যক্রম শুরু হয়।

পাওনা বকেয়া আদায়ের কৌশল হিসেবে হাসপাতালের সেবা বন্ধের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হাসপাতাল পরিচালক বলেন, রোগীদের জিম্মি করা কখনই উচিত নয়। কিন্তু তাদের সঙ্গে আমাদের ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকায় এ দুর্বলতার সুযোগ নিচ্ছে। যেহেতু তাদের সঙ্গে আমাদের আরও দীর্ঘদিন সময় চুক্তি থাকছে, সেহেতু তাদের কিছু বলতেও পারছি না।

জানা গেছে, ২০১৬ সালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে ১০ বছরের চুক্তিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ডায়ালাইসিস সেবা দেওয়া শুরু করে ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর। প্রতি ডায়ালাইসিসে মাত্র ৪৮৩ টাকা দিতে হয় রোগীদের। বাকি টাকা দেয় বাংলাদেশ সরকার। এ সুবিধায় বছরে ২৯ হাজার ৬০৯টি সেশনের (৪ ঘণ্টায় এক সেশন ধরে) অনুমোদন রয়েছে সরকারের। এরচেয়ে বেশি হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়।

টিআই/আরএইচ