বাজেটে বাংলাদেশের জন্য আগের বরাদ্দই রাখল ভারত
করোনা মহামারির মধ্যে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে ভারতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করেছে দেশটির কেন্দ্রীয় বিজেপি সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রস্তাবিত এই বাজেটে ভারতকে আত্মনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে।
বাজেটে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত অর্থবছরের বাজেটেও বাংলাদেশের জন্য প্রথমে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। পরে তা বাড়িয়ে ৩০০ কোটি করা হয়।
বিজ্ঞাপন
বরাদ্দ রাখা হয়েছে তালেবান শাসিত আফগানিস্তানের জন্যও। দেশটির জন্য বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা।
সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে ভুটান, ২২৬৬ কোটি টাকা। এরপর রয়েছে মরিশাস। দ্বীপরাষ্ট্রটির জন্য বরাদ্দ আছে ৯০০ কোটি টাকা। নেপালের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৫০ কোটি টাকা। আর আফ্রিকায় দূতাবাস খোলার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫০ কোটি টাকা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বাজেট পেশের সময় লোকসভায় আর্থিক প্রবৃদ্ধির পথে ফেরার কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ‘আত্মনির্ভর’ ভারতে আগামী পাঁচ বছরে বিপুল কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।
জেডএস