সীতাকুণ্ডে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটকদের কাছ থেকে ১১৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
আটক দুইজন হলেন, মো. ইসমাইল হোসেন রুবেল মিয়া (২২) ও মো. মেহেরাজ হোসেন (২২)।
বিজ্ঞাপন
বুধবার (২ ফেব্রুয়ারি) র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, জানতে পারি মাদক কারবারিরা একটি যাত্রীবাহী বাসযোগে ফেনসিডিল নিয়ে ফেনী থেকে চট্টগ্রামের দিকে আসছে। সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেক পোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করি।
এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা দুইটি ব্যাগ থেকে ১১৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা, চট্টগ্রাম ও চাঁদপুরসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করে আসছিল।
জব্দ করা ফেনসিডিলের আনুমানিক দাম ১ লাখ ২০ হাজার টাকা। গ্রেফতার দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/এমএইচএস