চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ। এ সময়ে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ২ হাজার ৭৬৬টি নমুনা পরীক্ষা করে ৫৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৯৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৮৯ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ১১, বাঁশখালীর ৩, আনোয়ারার ১৬, চন্দনাইশের ৮, পটিয়ার ১৫, বোয়ালখালীর ১০, রাঙ্গুনিয়ার ২৪, রাউজানের ২০, হাটহাজারীর ৩৬, ফটিকছড়ির ১৯, মিরসরাইয়ের ৫, সীতাকুণ্ডের ১২ ও সন্দ্বীপ উপজেলার ৮ জন রয়েছেন।

রোববার ১ হাজার ১১৫ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৭ হাজার ২৭৭ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩১ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

কেএম/আরএইচ