চসিকের সাধারণ সভা

চট্টগ্রাম নগরের বারেক বিল্ডিং থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি ‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’ নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

রোববার চসিকের ১২তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সড়কের নামকরণের প্রস্তাব রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার প্রথম ঘোষণা পাঠ করা এমএ হান্নানের কবরে তার কীর্তিগাথা সংবলিত নামফলক স্থাপন এবং বিভিন্ন ক্ষেত্রে চট্টগ্রামের যে মহান যে ব্যক্তিরা অবদান রেখেছেন তাদের কৃতিত্বের বিবরণ সংবলিত স্মৃতিফলক স্থাপনের ঘোষণা দিয়েছেন মেয়র।  

মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আন্তরিকতা দেখিয়েছেন তার তুলনা নেই। বিশেষ করে সম্প্রতি একনেক সভায় কোনো ম্যাচিং ফান্ড ছাড়াই ২ হাজার ৪৯১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। আমরা কৃতজ্ঞ।
 
তিনি বলেন, গৃহকর নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিতে কান না দিয়ে নগরবাসীকে আস্থা রাখার জন্য অনুরোধ করছি। কর বাড়ানোর অবকাশ নেই, শুধুমাত্র করের আওতা বাড়ানো হবে।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও বিভাগীয় প্রধানরা সভায় বক্তব্য দেন।

কেএম/আরএইচ