এসিডে ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
এসিডে ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি উত্তম তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
বিজ্ঞাপন
গ্রেফতার উত্তম তালুকদার চট্টগ্রামের রাউজান উপজেলার জামুয়াইন এলাকার রনজিত তালুকদারের ছেলে। লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, বুধবার রাত (২৬ জানুয়ারি) ২টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, এসিড মারার হুমকি, পরিবারের সদস্যদের হত্যা ও বড় বোনের সংসার ভাঙার হুমকি দিয়ে ১০ বছরের শিশুকে আসামি উত্তম তালুকদার বিভিন্ন সময় ধর্ষণ করে। উত্তম শিশুটির নিকট আত্মীয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ওই শিশুকে সে ২০ থেকে ৩০ বার ধর্ষণ করেছে। উত্তম সব সময় একটা এসিডের বোতল সঙ্গে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করত।
তিনি বলেন, একপর্যায়ে ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর ধর্ষণের পর মেয়েটি ভয়ে কান্নাকাটি শুরু করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পরে পরিবারের সদস্যদের কাছে ধর্ষণের কথা বলে। পরবর্তীতে মেয়েটির ভাই বাদী হয়ে রাউজান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর অধিনায়ক বলেন, মামলা দায়েরের পর তদন্ত করে তদন্তকারী কর্মকর্তা উত্তম তালুকদারকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রথমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, চট্টগ্রামে বিচার কাজ শুরু হয়। মামলার গুরুত্ব বিবেচনায় ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল চট্টগ্রামে স্থানান্তর করা হয়। ওই বছরই বিচার শেষে উত্তমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে রায় ঘোষণা করেন আদালত। কিন্তু মামলা দায়েরের পর থেকেই উত্তম পলাতক ছিল।
কেএম/এসকেডি