গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে এবং ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে সমভোট পাওয়া প্রার্থীদের মধ্যে আগামী ৭ ফেব্রুয়ারি (সোমবার) পুনঃভোট অনুষ্ঠিত হবে। 

বুধবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষধ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৪১ এর উপবিধি (৬) অনুযায়ী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে এবং পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে সমভোট পাওয়ায় সাধারণ ও সংরক্ষিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আগামী ৭ ফেব্রুয়ারি পুনঃভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

ইসির আদেশে জানা যায়, ১৭টি জেলার ২৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট থানা/উপজেলা ও জেলা নির্বাচন অফিসসহ সব কর্মকর্তাদের কাছে ইসির জারি করা আদেশ পাঠানো হয়েছে।  

এসআর/জেডএস