রাজধানীর গুলিস্তান এলাকায় দোয়েল পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পরেছেন সজল ঘোষ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী। এ সময় তার কাছে থাকা ২ লক্ষ ৫ হাজার ও তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় প্রতারক চক্রটি।

রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সজলকে উদ্ধার করে নিয়ে আসা তার ভায়রা জনি ঢাকা পোস্টকে বলেন, তিনি একজন কাপড় ব্যবসায়ী। দুপুরে সে কাপড় কেনার জন্য রূপগঞ্জ থেকে দোয়েল পরিবহনে ঢাকা আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পরেন। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এরপর তার পাকস্থলী পরিষ্কার করে মিডফোর্ড হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

তিনি আরও বলেন, তার কাছে থাকা কাপড় কেনার ২ লক্ষ ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় প্রতারক চক্রটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চিকিৎসার জন্য তাকে মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

এসএএ/আইএসএইচ